জার্মানি লতার উপকারিতা I জার্মান লতা বা ফিরিঙ্গি লতার ঔষধি গুনাগুন I germani latar roser upokarita

Описание к видео জার্মানি লতার উপকারিতা I জার্মান লতা বা ফিরিঙ্গি লতার ঔষধি গুনাগুন I germani latar roser upokarita

জার্মানি লতার উপকারিতা জার্মান লতা বা ফিরিঙ্গি লতার ঔষধি গুনাগুন germani latar roser upokarita
#জার্মানি_লতার উপকারিতা জার্মান লতা বা ফিরিঙ্গি লতার ঔষধি গুনাগুন #germani_latar roser upokarita
সুবর্ণ স্বাস্থ্য কর্ণার ডেস্ক : আমাদের চোখের সামনে সবসময় থাকলেও আমরা কিন্তু এই লতা গাছটির নাম জানি না। অনেকে এটাকে জাপানি লতা কেউ বলেন জার্মানি লতা আবার ছোটবেলায় বলতে শুনেছি পাকিস্তানি লতা। আবার একে ফিরিঙ্গি লতা হিসেবেও চেনেন মানুষ।
বাংলাদেশর এমন কোনো জংগল নেই যে সেখানে জার্মানি লতা পাওয়া যাবে না। আপনার শরীরের যে কোনো স্থান কেটে গেলে আপনি যদি জার্মানি লতার পাতা রস করে লাগিয়ে দেন তাহলে আপনার কাঁটা থেকে রক্ত পড়া বন্ধ হয়ে যাবে ও কাটা জোড়া লেগে যাবে । এটি এক মহাওষুধি লতা। যা বিপদে আপনার বন্ধু হতে পারে ।
কিভাবে ব্যবহার করবেন? : কিছু পাতা ছিড়ে পাটার উপর রেখে সুন্দরভাবে পিষে শরীরের কাটা স্থানে ওই পিষা পাতা লাগিয়ে কাপড় দিয়ে জড়িয়ে রাখুন। আনুমানিক ৪-৫ ঘণ্টা বাদ খুলে দেখবেন আপনার কাটা স্থান থেকে রক্তপাত বন্ধ হয়ে গেছে এবং স্থানটি জোড়া লেগে গেছে।
জার্মানি লতার প্রচুর ভেষজ গুণ রয়েছে। শীতকালে হাতের তালুতে চামড়া উঠলে খসখসে হয়ে গলে জার্মানি লতা লাগালে খুব উপকার পাওয়া যায়। কিডনি এবং পাকস্থলিতে পাথর হলে ২-৩ টি জার্মানি লতা চিবিয়ে খেলে পাথর আস্তে আস্তে অপসারণ হয়ে যাবে।
জন্ডিস বা লিভারের যে কোনো সমস্যা হলে জার্মানি লতার রস অনেক কার্যকর। মূত্রথলির সমস্যায় জার্মানি লতার রস খুব উপকার করে। প্রতিদিন খালি পেটে চার চা-চামচ জার্মানি লতার রস ১ চা চামচ মধু মিশিয়ে সাতদিন খেলে রক্ত দূষণ ভালো হয়।
আমরা যদি ওষুধি গাছের গুনাগুন সম্পর্কে জানতে পারি তাহলে আমাদের সবসময় ডাক্তারের কাছে যেতে হবে না, আমরা নিজেরাই অনেক রোগের প্রতিকার করতে পারবো।

Комментарии

Информация по комментариям в разработке