ছোট্ট ছোট্ট টবের গাছে থোকা থোকা ফল ঝুলছে , কিভাবে সম্ভব টবের গাছে এত ফল, দেখুন সম্পূর্ণ ভিডিও

Описание к видео ছোট্ট ছোট্ট টবের গাছে থোকা থোকা ফল ঝুলছে , কিভাবে সম্ভব টবের গাছে এত ফল, দেখুন সম্পূর্ণ ভিডিও

#rooftop_farming #Thai_variety_fruit_Garden


দেখে বিশ্বাস করতে না পারলেও এটাই সত্যি ছোট্ট ছোট্ট টবের কাছে প্রচুর পরিমাণ ফলন দেখতে পাচ্ছি আমরা যখন বসেছিলাম গাছগুলো সত্যি তখন বিশ্বাস হয়নি যে এত পরিমাণ ফল হবে এখন সেই সব ফলগুলি আমরা পেরে খেয়ে টেস্ট করে আপনাদের দেখাতে পেরে নিজেদের ভীষণ ভালো লাগছে।

খুব সুন্দর ভাবে শাড়ি বদ্ধ ভাবে বসানো আছে ১০ ইঞ্চি ১২ ইঞ্চি 7 ইঞ্চি কুড়ি ইঞ্চি টবের প্লাস্টিক কিংবা মাটির ওরকম কোন ব্যাপার নেই গাছ বসানোর ক্ষেত্রে এছাড়া ছাদ বাগানের উপর কিছু বেড তৈরি করা হয়েছে। যেখানে সবজি চাষ করার জন্য লঙ্কা এ জীবনে বাজার থেকে কিনে খেতে হচ্ছে না আর সেটা আমাদের প্রত্যেকের জন্য খুব ভালো দিক।

আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে বেশ কিছু ফল ধরাতে সক্ষম হব ছাদের গাছে। কোন অসুবিধা হবে না ফল ধরাতে গেলে এমনিতেই সহজেই হচ্ছে সব ফল সহজ ভাবে মাটি তৈরি করতে হবে। মাটির মধ্যে সব সময় রাসায়নিক জিনিস ব্যবহার করা চলবে না জৈব সারের ব্যবহার বেশি করে করতে হবে। কারণ এটা আমাদের ছাদ বাগানে ফলন আনার জন্য খুব দরকার।

রাসায়নিক সার ব্যবহার করলে মাটির উর্বর শক্তি খুব দ্রুত কমে যায় তাই কোন রকম ভাবে রাসায়নিক সার ব্যবহার করা চলবে না এছাড়া যেহেতু আমরা ছাদ বাগানে ফলন নিজেরাই খাব বা বাড়ির সমস্ত বাচ্চারা বয়স্ক মানুষরা খাবে, তাই কোনো রকম ভাবে কীটনাশক ফার্নি সাইট রাসায়নিক ব্যবহার না করাই ভালো প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে সকলকে।

নিজেদেরকে ভালো রাখতে নিজেদের মনকে ভালো রাখার জন্য আপনারা এই ভাবে কাজ করুন যেভাবে ভিডিওতে বলা হয়েছে কারণ সকলের সুবিধা হবে বুঝতে কিভাবে বাগান হচ্ছে না হচ্ছে তাদেরকে আমরা তুলে ধরছি রোজ দুপুর ১টায় যারা ফলো করছে তারা ফলো করে কিন্তু অনেক কিছু সফলতার দরজা দেখতে পাচ্ছে আপনারাও চেষ্টা করলে যে পারবেন সেটা আমরা ১০০ ভাগ গ্যারান্টি দিতে পারি।

Комментарии

Информация по комментариям в разработке