খুব সহজে জেনে নিন আপনার সায়াটিকা হয়েছে কি না? সায়াটিকা ব্যথা | সায়াটিকার চিকিৎসা | বাত ব্যথা

Описание к видео খুব সহজে জেনে নিন আপনার সায়াটিকা হয়েছে কি না? সায়াটিকা ব্যথা | সায়াটিকার চিকিৎসা | বাত ব্যথা

সায়াটিকা ব্যথার লক্ষণসমূহ :

১. সায়াটিকার ব্যথা সাধারণত কোমরের পিছন থেকে পা বরাবর নীচে পায়ের পাতা পর্যন্ত এক প্রবল ব্যথা ।অনেকে একে নিতম্ব ব্যথাও বলে থাকে ।
২. সাধারণত একটি পায়েই ব্যথাটা অনুভূত হয় ।
৩. দীর্ঘসময় ধরে একভাবে কাজ করলে পায়ে শির শির , ঝিনঝিন , ও ব্যথা অনুভূত হয়।
৪. পায়ের পাতায় অসাড় ভাব অনুভূত হওয়া ।
৫. প্রস্বাব পায়খানার বেগ ধরে রাখতে না পারা । প্রস্বাব ধরে রাখতে না পারা ।
৬.চলাফেরা করলে পায়ে ব্যথা অনুভূত হওয়া ।
৭.একভাবে কাত হয়ে শুয়ে বই পড়লে ব্যথা অনুভূত হয় ।

উপসর্গগুলো আচমকা দেখা দেয় ।কিছুদিন পর আবার ভালোও হয়ে যায় ।বেশিরভাগ ক্ষেত্রে আপনাআপনি সেরে যায় ।৩৫ থেকে ৫৫ বছর বয়সে এটি বেশি দেখা যায় ।


সায়াটিকার ব্যথা কেন হয় :

সায়াটিক নার্ভে যদি কোনো কারণে আঘাত লাগে বা চাপ পড়ে তাহলে সায়াটিকার ব্যথা হতে পারে ।

এই ব্যথা দুই ধরনের হয় ।

১) স্নায়ুতান্ত্রিক ব্যথা ( নিউরোজনিক )
২) প্রতিফলিত ব্যথা ( রেফার্ড পেইন )

১. গর্ভকালীন সময়ে পেট যখন খুব বড়ো হয়ে যায় ।পিছনদিকে সায়াটিকার স্নায়ুতে চাপ পড়ে ।তখন কোমরে প্রচণ্ড ব্যথা অনুভূত হয় ।প্রসবের পর এই ব্যথা আস্তে আস্তে চলে যায় ।

২.মেরুদন্ডের দুই কশেরুকার মাঝখানের ডিস্ক অনেকসময় স্থানচ্যুত হয়ে সায়টিকা নার্ভের ওপর চাপ দিতে পারে ।তখনই প্রচণ্ড ব্যথা অনুভূত হয় ।

৩. প্যান্টের পিছনের পকেটের মানিব্যাগ ভারী হলে অনেক সময় সায়াটিকা নার্ভে চাপ পড়ে ।তখন ব্যথার সৃষ্টি হয় ।

৪. অতিরিক্ত চেহারা ভারী হলে সায়াটিকা নার্ভে চাপ পড়লে ব্যথা হয় ।

৫. দীর্ঘক্ষণ ড্রাইভিং করলে ও সামনে ঝুঁকে গাড়ি চালালে এই ব্যথা হয় ।

৬. দীর্ঘক্ষণ একই ভাবে একই ভঙ্গিমায় কাজ করলে এই ব্যথা হয় ।

৭. বিশ্রাম না নিয়ে অতিরিক্ত শারীরিক পরিশ্রম করলে এই ব্যথা হয় ।

৮. মেরুদন্ডে টিউমার হলে সায়াটিকর ব্যথা বাড়ে ।

৯.মেরুদন্ডের হাড় সরু হয়ে গেলে এই ব্যথা বাড়ে ।


আমাদের ঠিকানাঃ

ASPC ম্যানুপুলেশন থেরাপি, ইউ-64, নুরজাহান রোড, মোহাম্মদপুর, ঢাকা-1207। মোহাম্মদপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের দক্ষিন পাশে, সিঙ্গার শো-রুম এর উপরে।

Google Map: https://g.page/aspc-manipulation-ther...
শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৯ টা থেকে দুপুর ২ টা ও বিকাল ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত বসি।
অনুগ্রহকরে আসার ১ দিন আগে 01877733321 অথবা 01877733324 অথবা 01715451525 অথবা 01975451525 নম্বরে কল দিয়ে সিরিয়াল নিবেন।

অথবা আমাদের ওয়েবসাইট থেকে অ্যাপয়েন্টমেন্ট নিবেন
https://aspc.com.bd/

এই সম্পর্কিত আর্টিকেল পড়তে পারেন আমাদের ওয়েবসাইটেঃ https://aspc.com.bd/what-is-sciatica-...

Комментарии

Информация по комментариям в разработке