LifeSpring - Redefining Healthcare.
LifeSpring এর লক্ষ্য দেশের মানুষের জন্য সকল প্রকার স্বাস্থ্যসেবাকে এক ছাদের নীচে নিয়ে আসা। শরীরের সাথে মন নিবিড়ভাবে জড়িত, তাই LifeSpring বিশ্বাস করে শরীর এবং মন দুটোরই সমান যত্ন প্রয়োজন। শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের যত্ন নেয়ার মাধ্যমেই বদলে যেতে পারে একেকটি জীবন, তৈরি হতে পারে একেকটি নতুন সম্ভাবনা, একেকটি নতুন গল্প । এমনই হাজারও গল্প সৃষ্টির লক্ষ্যেই LifeSpring এর পথচলা।