সংগ্রহশালা । হোসেনুজ্জামান বারী । ফজলে রাব্বী । কবিতা আবৃত্তি আসর

Описание к видео সংগ্রহশালা । হোসেনুজ্জামান বারী । ফজলে রাব্বী । কবিতা আবৃত্তি আসর

কবিতা - সংগ্রহশালা
কবি - হোসেনুজ্জামান বারী
আবৃত্তি - ফজলে রাব্বী

সংগ্রহশালা । হোসেনুজ্জামান বারী । ফজলে রাব্বী । কবিতা আবৃত্তি আসর

বেদনাকে অনুনয় জানালাম
আমাকে আর পিছু ডেকো না,
সে মৃদু হেসে বললো,
আমি ছাড়া কে তোমায় আগলে রাখে ?

অবহেলা কে অনুরোধ করলাম
আমাকে তুমি আর দেখো না,
সে শান্ত চাহনিতে বলল
আমি ছাড়া আর কে তোমার খেয়াল রাখে ?

স্তব্ধতাকে বললাম
তুমি আমার চারপাশে আর থেকো না,
সে অট্ট হাসি দিয়ে বলল
আমি বিহনে তুমি কিভাবে সময় কাটাবে ?

দুশ্চিন্তাকে কাছে মিনতি করলাম
তুমি আর আমার সাথে থেকো না,
সে আমার দিকে তাকিয়ে সানন্দে বললো
আমি ছাড়া কে তোমাকে সঙ্গ দেবে ?

যন্ত্রানকে করজোর করে বললাম
তুমি আর আমাকে স্পর্শ করো না,
সে আমাকে জড়িয়ে ধরে বলল
আমি ছাড়া আর কে আছে ?
যে তোমাকে বহু বন্ধনে আবদ্ধ রাখবে ?

স্বপ্নকে অনুরোধ করলাম
তুমি আর এসো না,
সে আমার কাঁধে মাথা রেখে বলল
আমি ছাড়া কে আছে
যে তোমাকে জাগিয়ে রাখবে ?

নিরাশাকে বললাম
তুমি আর আমার হৃদয় নিয়ে খেলো না,
সে আমারে অশ্রু সিক্ত চোখে বলল
আমি ছাড়া কে আছে তোমার
যে তোমাকে স্বার্থহীন ভাবে ভালোবেসে যাবে ?

মরীচিকাকে বললাম
তুমি আর আমাকে ইশারা করো না
সে আমার চোখে দুটো স্পর্শ করে বলল
আমি ছাড়া কে আছে তোমার
যে তোমাকে শূন্যতার মাঝে আসা খোঁজাবে ?

সৃষ্টিকর্তাকে প্রশ্ন করলাম
তুমি কি আমায় ছেড়ে চলে গেলে ?

তিনি আমাকে জানিয়ে দিলেন
পরিশ্রমের পরেই যেমন বিশ্রাম আছে

ঠিক তেমনি
বেদনার পরেই আছে প্রশান্তি,
অবহেলার পরেই আছে সম্মান,
দুশ্চিন্তার পরেই আছে সুখ ভোগ,
স্তব্ধতার পরেই আছে আনন্দ,
যন্ত্রণার পরেই আছে শান্তি,
নিরাশার পরেই আছে পরিতুষ্টি,
ধোকার পরেই আছে প্রাপ্তি,

তুমি থেমে যেও না
এগিয়ে যাও|


রাব্বির কবিতা আবৃত্তি আসর,কবিতা আবৃত্তি আসর,ফজলে রাব্বি । কবিতা আবৃত্তি আসর,ফজলে রাব্বি - কবিতা আবৃত্তি আসর,ফজলে রাব্বী,ফজলে রাব্বী কবিতা আবৃত্তি আসর,ফজলে রাব্বি কবিতা আবৃত্তি আসর,ফজলে রাব্বীর কবিতা আবৃত্তির আসর,ফজলে রাব্বি | কবিতা আবৃত্তি আসর,বাংলা কবিতা আবৃত্তি,রাব্বীর কবিতা আবৃত্তির আসর,রাব্বী কবিতা আবৃত্তি আসর,ফজলে রাব্বি - অবশেষে কবিতা আবৃত্তি,কবিতা আবৃত্তি,আবৃত্তি - ফজলে রাব্বী,বাংলা কবিতা আবৃত্তির আসর,ফজলে রাব্বি,কবিতা,আবৃত্তি,প্রেমের কবিতা,


#কবিতা #আবৃত্তি #ফজলে_রাব্বী

Комментарии

Информация по комментариям в разработке