হাইকোর্ট বিভাগ কি আপিল বিভাগের কোনো জাজমেন্ট 'পার ইনকিউরিয়াম' ঘোষণা করতে পারে?

Описание к видео হাইকোর্ট বিভাগ কি আপিল বিভাগের কোনো জাজমেন্ট 'পার ইনকিউরিয়াম' ঘোষণা করতে পারে?

বাংলাদেশের সংবিধানের আর্টিকেল ১১১ অনুসারে, আপিল বিভাগের জাজমেন্ট হাইকোর্ট বিভাগের উপর এবং উভয় বিভাগের জাজমেন্ট সকল অধস্তন আদালতের উপর বাধ্যকর। এই আইনের একটা ব্যতিক্রম হচ্ছে - কোনো জাজমেন্ট যদি পার ইনকিউরিয়াম হয় তাহলে তা নজির হিসেবে বাধ্যকর হয় না।

কোনো একটা জাজমেন্টকে পার ইনকিউরিয়াম বলা হবে তখন যখন সেই জাজমেন্ট কোনো প্রাসঙ্গিক আইনের বিধান বা প্রাসঙ্গিক কোনো নজির বিবেচনায় না নিয়ে দেওয়া হয়।

এখন প্রশ্ন হচ্ছে, কোনো পূর্ববর্তী জাজমেন্ট 'পার ইনকিউরিয়াম' কিনা তা কোন আদালত ঘোষণা করতে পারবে? হাইকোর্ট বিভাগ কি আপিল বিভাগের কোনো জাজমেন্ট 'পার ইনকিউরিয়াম' ঘোষণা করতে পারবে?

#High_Court, #Supreme_Court, #Law, #Writ, #Constitution, #Jurisprudence, #Per_Incuriam, #service_matter, #AdministrativeTribunal, #Article111, #Subordinate_Courts

Комментарии

Информация по комментариям в разработке