সাদ্দাম হোসেনকে সরাতে কেন মরিয়া হয়ে উঠেছিলো আমেরিকা ?| আদ্যোপান্ত | Anatomy of The Iraq War

Описание к видео সাদ্দাম হোসেনকে সরাতে কেন মরিয়া হয়ে উঠেছিলো আমেরিকা ?| আদ্যোপান্ত | Anatomy of The Iraq War

আমেরিকা ঠিক কি কারণে ইরাকে হামলা চালিয়েছিলো ?? আদ্যোপান্ত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 :    / adyopanto  

মেসোপটেমিয়া সভ্যতার আতুড়ঘর, আব্বাসীয় খিলাফাতের সমৃদ্ধ অঞ্চল কিংবা কারবালার করুণ পরিণতির সাক্ষী মধ্যপ্রাচ্যের দেশ ইরাকে বিশ বছর আগে নির্মম আগ্রাসন চালিয়েছিল যুক্তরাষ্ট্র। বেশিরভাগ লোকই বলবেন, ইরাকের তেলের জন্যই আমেরিকা এই যুদ্ধ বাধিয়েছিল। কিন্তু তার চেয়ে বড় কারণ ছিল একদল যুদ্ধবাজ পশ্চিমা নীতি-নির্ধারক মনেপ্রাণে এই যুদ্ধ চেয়েছিলেন। তারা চেয়েছিলেন সাদ্দামের মাথা-চাড়া দিয়ে ওঠা ঠেকাতে। কথিত গণতন্ত্র প্রতিষ্ঠা, জৈবিক ও রাসায়নিক অস্ত্র মজুতের অভিযোগ, সন্ত্রাসবাদে মদদ ও মানবাধিকার লংঘনের অুজহাত তুলে পশ্চিমারা ইরাকে এই আগ্রাসনকে ন্যায়সঙ্গত করতে চেয়েছিল যা পরবর্তী সময়ে ভুল প্রমাণিত হয়। আরও প্রমাণিত হয়েছে ইরাক ও ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে নিয়ে নির্লজ্জ মিথ্যাচারের আশ্রয় নিয়েছিল পশ্চিমারা। তবে একনায়ক সাদ্দাম হোসেনকেও যে খুব ভাল চোখে দেখা হতো তা নয়। দুটো যুদ্ধ বাধিয়েছেন তিনি, বিরোধী শিয়া-কুর্দিরা তাকে সহ্যও করতে পারত না।

ইরাকে আক্রমণ চালিয়ে যুক্তরাষ্ট্র আসলে বৈশ্বিক পরাশক্তি হিসেবে নিজেদের মাতব্বরী ফলিয়েছে। যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে বিষয়টা ঠিক এমন ছিল যেন, আমি এখন বিশ্বের মোড়ল। আমার কথামতোই সব চলবে। মূলত সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্বজুড়ে একক পরাশক্তি হিসেবে যুক্তরাষ্ট্র প্রাথমিকভাবে যে আলাপ-আলোচনার ভিত্তিতে ‘সফট পাওয়ার’ পররাষ্ট্রনীতি গ্রহন করেছিল তা বুশ শাসনামলে প্রত্যাখ্যান করা হয়, নেয়া হয় শক্তিপ্রদর্শনের নীতি। পরাশক্তি হিসেবে নিজেদের আধিপত্য তথা হেজিমনি বজায় রাখতে যুদ্ধ-বিগ্রহ বাধাতে শুরু করে মার্কিনীরা। তারই বলি হয় ইরাক, প্রাণ যায় লাখ লাখ মানুষের, ধ্বংসস্তুপে পরিণত হয় মধ্যপ্রাচ্যের সমৃদ্ধশালী একটি দেশ।

ইরাকে মার্কিন বাহিনী ও তার মিত্রদের নির্মম সেই আগ্রাসন নিয়েই আজকের আয়োজন। এই ভিডিওতে আমরা জানব ইরাকে কেন যুক্তরাষ্ট্র আগ্রাসন চালিয়েছিল তার আদ্যোপান্ত।

▶ Follow Me on Facebook:
  / damahbub  
▶ Follow Me on Instagram:
  / da.mahbub  

💻 যুক্ত হোন:
ফেইসবুক:   / adyopanto  

💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com

📌 For Copyright Related Issues, please contact us:
[email protected]

Комментарии

Информация по комментариям в разработке