সাদ্দাম হোসেন কেন কুয়েত দখল করেছিলেন ?| আদ্যোপান্ত | Gulf War

Описание к видео সাদ্দাম হোসেন কেন কুয়েত দখল করেছিলেন ?| আদ্যোপান্ত | Gulf War

ইরানের সাথে যুদ্ধ শেষ হতে না হতেই ইরাক কুয়েত দখল করেছিলো কেন ? আদ্যোপান্ত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 :    / adyopanto  

১৯৯০ সালের দোসরা আগস্ট, হঠাতই ইরাক তার প্রতিবেশি রাষ্ট্র কুয়েতে আক্রমণ করে বসে। আর মাত্র দুদিনের মধ্যেই পুরো দেশটিকে তারা দখল করে নেয়। এই আক্রমন এবং দখলের প্রতিক্রিয়া হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৩৫টি দেশের সামরিক জোট ইরাকের বিরুদ্ধে একটি সশস্ত্র অভিযান পরিচালনা করে। ইরকের বিরুদ্ধে যৌথবাহিনীর পরিচালিত এই সশস্ত্র অভিযানটিই ইতিহাসে গালফ ওয়ার বা প্রথম উপসাগরীয় যুদ্ধ নামে পরিচিত।

ইরানের সাথে দীর্ঘ আট বছরব্যাপি যুদ্ধ শেষ হওয়ার মাত্র দুই বছরের মাথায় কুয়েতের উপর ইরাকের এই আক্রমন ছিল পুরো বিশ্বের কাছেই বিস্ময়কর। ইরাকের কুয়েত দখলের পেছনে প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে নানান জল্পনা কল্পনা থাকলেও মূল কারন হিসাবে ধারনা করা হয়, যুদ্ধবিদ্ধ্বস্ত ইরাকের অর্থনৈতিক দৈন্যদশাকে। বলা যায়, ইরানের সাথে ইরাকের দীর্ঘ আট বছরের রক্তক্ষয়ী যুদ্ধের কারনে দেশটিতে সৃষ্ট অর্থনৈতিক বিপর্যয় ইরাককে বেপরোয়া করে তুলেছিল।

আদ্যোপান্ত'র আজকের ভিডিওটির স্পন্সর Arogga অ্যাপ। অ্যাপটি ইন্সটলের সাথে সাথে ৪০ টাকা বোনাস পেতে ইন্সটল করুন নিচের লিংক থেকে:
https://www.arogga.com/s/ADPN/ari

অথবা ADPN কোডটি ব্যবহার করুন অ্যাপের রেফার বক্সে।

💻 যুক্ত হোন:
ফেইসবুক:   / adyopanto  

💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com

📌 For Copyright Related Issues, please contact us:
[email protected]

Комментарии

Информация по комментариям в разработке