কিভাবে পশ্চিমা প্রোপাগান্ডা লিবিয়াকে ধ্বংস করে দিয়েছে | আদ্যোপান্ত | Anatomy of the Libyan Crisis

Описание к видео কিভাবে পশ্চিমা প্রোপাগান্ডা লিবিয়াকে ধ্বংস করে দিয়েছে | আদ্যোপান্ত | Anatomy of the Libyan Crisis

কিভাবে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স মিলে লিবিয়াকে ধ্বংস করে দিয়েছে ?? আদ্যোপান্ত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 :    / adyopanto  

২০১১ সালের ফেব্রুয়ারি মাস। পশ্চিমা গণমাধ্যমগুলো লিবিয়ার শাসক মুআম্মার গাদ্দাফির পিছনে উঠে পড়ে লাগে। মধ্যপ্রাচ্যের তিউনিসিয়া, মিশর কিংবা ইয়েমেনের মতো দেশগুলোয় ততদিন আন্দোলন ছড়িয়ে পড়েছে। পশ্চিমারা মধ্যপ্রাচ্যের ওই অভ্যুত্থানকে আরব বসন্ত হিসেবে প্রচার করতে থাকে। তারা দাবি করতে থাকে ওই অভ্যুত্থান নিপীড়ন ও স্বৈরাচারের বিরুদ্ধে গড়ে ওঠা বিপ্লব। পশ্চিমাদের জন্য ওই অভ্যুত্থান আসলেই মনোরম বসন্তরূপে আবির্ভূত হয়েছিল, আর আরবদের জন্য বয়ে এনেছিলো দুর্ভোগ।

তিউনিসয়ার এক দরিদ্র ব্যবসায়ী পুলিশি হয়রানি সইতে না পেরে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করলে আন্দোলন দানা বেধে ওঠে। ২০১১ সালের ১৪ জানুয়ারি তিউনিসিয়ার প্রেসিডেন্ট বেন আলীর পতনের মধ্য দিয়ে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে দাউ দাউ করে জ্বলে উঠল গণআন্দোলনের বহ্নিশিখা। তিউনিসিয়া, মিশর, জর্ডান, লেবানন, মরক্কো, আলজেরিয়া ও সিরিয়া হয়ে এ গণবিক্ষোভের অগ্নিস্ফূলিঙ্গ ছড়িয়ে পড়ে আফ্রিকা মহাদেশের ৯৭ শতাংশ মুসলমানের দেশ লিবিয়ায়। প্রতিটি রাষ্ট্রের বিক্ষোভকারীদের একটাই দাবি- সরকার পতন। জনরোষে তিউনিসিয়ার প্রেসিডেন্ট যায়নুল আবেদীন বিন আলীর পলায়নের কারণে মধ্যপ্রাচ্য তথা মুসলিম বিশ্বের অন্যান্য দেশের বিক্ষোভকরীরা বিপুল উৎসাহে সরকার বিরোধী আন্তোলনে মত্ত হয়। মিশরে গণআন্দোলনে দীর্ঘ ৩০ বছর ক্ষমতা আঁকড়ে থাকা প্রেসিডেন্ট হোসনী মোবারকের পতনের পরপরই সুদীর্ঘ চার দশকব্যাপী ক্ষমতায় থাকা লিবিয়ার একচ্ছত্র অধিপতি কর্নেল মুআম্মার গাদ্দাফির বিরুদ্ধে শুরু হয় আন্দোলন।

দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা গাদ্দাফির বিরুদ্ধে অনেকের মনে ক্ষোভেরও উদ্রেক হয়েছিল। তবে সেই আন্দোলন রূপ নেয় গৃহযুদ্ধে। আর এই গৃহযুদ্ধ বাধানোর কারিগর ছিল পশ্চিমারা। সত্যি বলতে গেলে মূলত পশ্চিমা প্রোপাগান্ডা-ই সমৃদ্ধশালী লিবিয়াকে ধ্বংসস্তূপে এনে দাঁড় করিয়েছে।

কিভাবে পশ্চিমাদের মিথ্যাচার লিবিয়াকে ধ্বংস করে দিয়েছে তা নিয়েই সাজানো হয়েছে আদ্যোপান্তের আজকের আয়োজন।

▶ Follow Me on Facebook:
  / damahbub  
▶ Follow Me on Instagram:
  / da.mahbub  

💻 যুক্ত হোন:
ফেইসবুক:   / adyopanto  

💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com

📌 For Copyright Related Issues, please contact us:
[email protected]

Комментарии

Информация по комментариям в разработке