Council Activ ধানে সমস্ত ধরনের ঘাসের সাথে পানাজাতীয় আগাছা নিয়ন্ত্রণ করতে কখন কিভাবে ব্যবহার করবেন।

Описание к видео Council Activ ধানে সমস্ত ধরনের ঘাসের সাথে পানাজাতীয় আগাছা নিয়ন্ত্রণ করতে কখন কিভাবে ব্যবহার করবেন।

আগাছানাশক পরিচিতি প্রতিটা পর্বে আমি আলোচনা করে থাকি যে ওই আগাছানাশক এর মধ্যে যে কেমিক্যাল কম্পোজিশন থাকে, তা কিভাবে কাজ করে মানে কার্যকারিতা।ওই কেমিক্যাল কম্পোজিশন এর আগাছানাশক আমরা কখন কিভাবে ব্যবহার করলে সবচেয়ে ভালো কাজ পাবো, সেই সব বিষয়গুলো নিয়েই ভিডিও গুলোতে আলোচনা করেছি।এছাড়া এই কেমিক্যাল কম্পোজিশন এর আগাছানাশক বাজারে আর কোন কোম্পানির কি নামে পাওয়া যায় তারও একটা লিস্ট নিচে দেয়া আছে।
এই ভিডিওতে আমি আলোচনা করেছি "ট্রায়াফামোন২০%+ইথোক্সিসালফুরন১০%WG"
কেমিক্যাল কম্পোজিশন এর আগাছানাশক গুলো নিয়ে।

ব্যবহার :
আগাছা — সকল প্রকার মুথাজাতীয় আগাছা , পাতিঘাস , ফিমব্রিস টাইলিস , কেশুত , শুষনি , দুর্বা , মনোকোরিয়া , লুডুইজিয়া ( লবঙ্গফুল ) , ইলিউসিন শ্যামা ধান জমিতে পানা প্রভৃতি ।

ফসল — ধান ।

নথিভুক্ত ফর্মুলেশান : "ট্রায়াফামোন২০%+ইথোক্সিসালফুরন১০%WG"
মাত্রা : 30গ্রাম/3বিঘা জমির জন্য।

বাণিজ্যিক নাম : কাউন্সিল একটিভ (বায়ার)
Bayer Council Activ (Herbicide), 90g
https://amzn.to/3SD96SQ

সতর্কতাঃ পেস্টিসাইড ব্যবহারের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার।
১. যেহেতু পেস্টিসাইড আমাদের শরীরের ক্ষতি করে সেহেতু পেস্টিসাইড ব্যবহারের আগে এবং ব্যবহারের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার।
২. পেস্টিসাইড ব্যবহারের সময় পেস্টিসাইড প্যাকেটের সঙ্গে যে লিফলেট দেয়া থাকে সেটাকে ভালো করে পড়ে সেই নিয়ম অনুসরণ করেই পেস্টিসাইড গাছে প্রয়োগ করা উচিত।
৩. পেস্টিসাইড নির্দিষ্ট জায়গায় সংরক্ষিত করা উচিত।
৪. সঠিক সময়ে ও সঠিক পদ্ধতি মেনে স্প্রে করা উচিত।

আগাছানাশক পরিচিতি:    • আগাছানাশক পরিচিতি  

P.G.R পরিচিতি:    • P.G.R পরিচিতি  

ছত্রাকনাশক পরিচিতি 🧬🦠:    • ছত্রাকনাশক পরিচিতি 🧬🦠  

কীটনাশক পরিচিতি:    • কীটনাশক পরিচিতি  

কীট-পতঙ্গ পরিচিত 🦗🐜🦗🪲🕷️🐝🪳🐞🦋:    • কীট-পতঙ্গ পরিচিত 🦗🐜🦗🪲🕷️🐝🪳🐞🦋  
গাছের খাবার 🌱🌳:    • গাছের খাবার 🌱🌳  


#council_activ #bestherbicide #rice #farming

Комментарии

Информация по комментариям в разработке