৪০০ বছ‌রের পুরা‌নো বি‌বিকা রওজা। মা ফা‌তেমা (রাঃ) গা‌য়েবী প্রতিকী রওজা। সব ধ‌র্মের মানুষেরা আসেন।

Описание к видео ৪০০ বছ‌রের পুরা‌নো বি‌বিকা রওজা। মা ফা‌তেমা (রাঃ) গা‌য়েবী প্রতিকী রওজা। সব ধ‌র্মের মানুষেরা আসেন।

বি‌বিকা রওজা।‌যেখা‌নে সকল ধ‌র্মের মানুষ আস‌তে পা‌রেন।‌বি‌বিকা রওজার ইতিহাস‪@ToTheFocus‬
-------
বিবিকা রওজা পুরান ঢাকার ফরাসগঞ্জের বিকে দাস রোডে অবস্থিত নবী করিম সাঃ এর কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তা'আলা আনহার গায়েবী প্রতীকী রওজা। এই বিবিকা রওজা বলতে মূলত মা ফাতেমা রাদিয়াল্লাহু তা'আলা আনহার প্রতিকী রওজাকেই বোঝানো হয়। এই রওজার সাথে অনেক অলৌকিক বিষয় জড়িয়ে আছে । লোকমুখে প্রচলিত যে মনি বেগম ছিলেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তা'আলা আনহুর ভীষন ভক্ত অনুরাগী। কোন এক রাতে মনি বেগম স্বপ্নে দেখেন মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন তোমার সবার ঘরটি পরিষ্কার ও সংস্কার করো ওখানে আমার রওজা খুঁজে পাবে ।মনি বেগম ব্যাকুল হয়ে স্বপ্নে পাওয়া নির্দেশনা পালন করতে লাগলেন একটা সময় তিনি দেখলেন স‌ত্যি সত্যি স্বর্ন দিয়ে মোড়া‌নো একটি প্রতীকী রোজা মাটির গভীর থেকে জেগে উঠেছে ।এরপর মনি বিবি পুত্র আমির খান ১৬০০ সালে নির্মাণ করেন। তখন ভারতবর্ষে সম্রাট আকবরের শাসনামল ছিল। অতি দ্রুতই এই খবরটি চারিদিকে ছড়িয়ে পড়লে দূর দূরান্ত থেকে বিভিন্ন ধর্ম বর্ণের মানুষ এই রওজা রাতে আসা শুরু করলেন এই বিষয়ে এই বিষয়ে চুম্বক অংশ তুলে ধরছেন বিবিকা রওজার মোতাওয়াল্লী ও মনি বেগমের ১১ তম বংশধর মোহাম্মদ বাবলু মিয়া ।
প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ধর্মের মানুষ এখানে গাইবি রওজা জিয়ারতের উদ্দেশ্যে আসেন এবং তাদের মনের বিভিন্ন মন বাসনা পূরণে দোয়া করে থাকেন লোকোমুখি শোনা যায় এখানে যারা সৎ উদ্দেশ্যে আসেন তারা কেউ নাকি খালি হাতে ফিরে যান না।অনেকেই ধারণা করে থাকেন এই অধিকার রওজা শিয়া সম্প্রদায়ের একটি পবিত্র স্থান। আসলে এটি সম্পূর্ণ ভুল ধারণা মূলত সুন্নিদের সাথে শিয়াদের কোন সম্পর্ক নেই । হিজরী মহরম মাসের ১০ই মহরম পবিত্র আশুরার দিনে এখান থেকে শোক মিছিল বের করা হয় যার কারণে অনেকেই শিয়া অনুসারী মনে করে থাকে যে মহরমের শোক মিছিলটি বের হয় তার নাম বোলতা গাওয়া। বোলতা গাওয়া শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের মত বুক চাপড়ে বা রক্তাক্ত করে মাতন করা হয় না ইমাম হোসেন রাদিয়াল্লাহু তা'আলা আনহুর মাতা মা ফাতেমা রাদিয়াল্লাহু তা'আলা আনহার প্রতিকী রওজা ইঞ্জিন চালিত খোলা গাড়ি করে পুরান ঢাকার অলিগুলি পেরিয়ে জিগাতলা বা ধানমন্ডি ঈদগাহের পুকুর পর্যন্ত গিয়ে তাদের মিছিল শেষ হয়। সেখানে প্রতিটি সমাধি ডুবিয়ে শোক প্রকাশের মাধ্যমে বোলতা গাওয়ার আনুষ্ঠানিকতা শেষ করা হয়। বছরে ১২ বার এই রওজার গিলাব পরিবর্তন করা হয়। তবে সেটা মহিলারাই করে থাকেন ।পুরুষদের পরিবর্তনের অনুমতি নেই ধর্মীয় বিষয়গুলো সম্পূর্ণ বিশ্বাসের উপর নির্ভরশীল ।কারো বিশ্বাসে আঘাত দেওয়ার অন্য কারও কোন অধিকার নেই। ধর্মীয় দিক থেকে এবং প্রাচীন নিদর্শন হিসাবে বিবেক রওজা অনেক তাৎপর্যপূর্ণ।
---------------------------------------------------
বিবিকা রওজা,ঢাকায় বিবিকা রওজা,বিবিকা রওজা ফরাশগঞ্জ,বিবিকা রওজা বাংলাদেশ,বি‌বিকা রওজা,বিবি কা রওজা,বিবিকা রওজা পুরান ঢাকার চারশো বছরের ঐতিহ্য,বি‌বিকা রওজার ইতিহাস,বিবিকা রওজা ফরাসগঞ্জ,ঢাকায় মা ফাাতেমার রওজা,ফরাশগঞ্জের বিবিকা রওজা,মা ফাতেমা (রা.) রওজা,পুরান ঢাকায় মা ফাতেমার রওজা,বিবি-কা রওজা থেকে শোক মিছিল,বি‌বিকা রওজা পুরান ঢাকার চার‌শো বছ‌রের ঐতিহ‌্য,পুরান ঢাকার চারশো বছরের ঐতিহ্য বিবিকা রওজা,তাজিয়া মিছিল | ইমামবাড়া | বিবিকা রওজা যাবার সময়,রওজা মোবারক,ঢাকার ইতিহাসে সর্বপ্রথম ইমামবাড়া, বিবিকা রওজা, মা ফাতেমা (রা.) রওজা, তাজিয়া মিছিল, ইমামবাড়া, ঢাকার প্রথম ইমামবাড়া, ইমাম হোসেন, ইমাম হাসান, বিবিকা রওজা ফরাশগঞ্জ, বিবিকা রওজা, পুরান ঢাকা, old dhaka bibi ka rawza, dhaka first imambara, asura tazia, আশুরা, মহরম, Ashura, কারবালার যুদ্ধ, কারবালা, আশুরার সবচেয়ে বড় তাজিয়া মিছিল, কারবালা স্মরণে তাজিয়া মিছিল, মাজার, শিয়া, শিয়া মুসলিম, বিবিকা রওজা বাংলাদেশ, bibika rowza bangladesh, বিবিকা রওজা পুরান ঢাকার চারশো বছরের ঐতিহ্য,ঢাকায় শিয়াদের পূণ্যস্থান, শিয়াদের প্রথম তীর্থস্থান, শিয়াদের প্রাচীন পূণ্যস্থান, ঢাকার শিয়া, বাংলাদেশের শিয়া, ঢাকায় বিবিকা রওজা, শিয়াদের তীর্থস্থান, ঢাকায় মা ফাাতেমার রওজা, পুরান ঢাকায় মা ফাতেমার রওজা, মা ফাতেমা রা এর জীবনী, মা ফাতেমা (রা.) রওজা, ফাতেমা রা এর জীবনী, ঢাকার প্রথম ইমামবাড়া, ঢাকায় প্রথম শিয়া স্থাপনা, ঢাকার ইতিহাসে সর্বপ্রথম ইমামবাড়া, হযরত ফাতেমা (রাঃ) জীবনী সম্পূর্ণ, ফাতেমা রাঃ, মা ফাতেমা জীবনী,old dhaka bibi ka rawza, dhaka first imambara, Ashura, asura tazia, আশুরার সবচেয়ে বড় তাজিয়া মিছিল, কারবালা স্মরণে তাজিয়া মিছিল, bibika rowza bangladesh, বিবিকা রওজা পুরান ঢাকার চারশো বছরের ঐতিহ্য, আশুরা, কারবালার ইতিহাস, কারবালার কাহিনী, শিয়া মুসলিম, বিবিকা রওজা বাংলাদেশ, মহরম‪@ToTheFocus‬
---------------------------------------------------
#বি‌বিকারওজা
#Bibikarawza
#৪০০বছ‌রেরপুরাতনইমামবাড়া
#মাফা‌তেমা(রাঃ)গা‌য়েবীপ্রতিকীরওজা
#বি‌বিকারওজারইতিহাস
#বি‌বিকারওজা‌কোথায়অব‌স্থিত
#Historyofbibikarowza

Комментарии

Информация по комментариям в разработке