রুয়ান্ডা কিভাবে আফ্রিকার সিঙ্গাপুর হয়ে উঠছে | আদ্যোপান্ত | Rwanda is Becoming Singapore of Africa

Описание к видео রুয়ান্ডা কিভাবে আফ্রিকার সিঙ্গাপুর হয়ে উঠছে | আদ্যোপান্ত | Rwanda is Becoming Singapore of Africa

সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি থেকে রুয়ান্ডা কিভাবে আফ্রিকার সিঙ্গাপুর হয়ে উঠছে ?? আদ্যোপান্ত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 :    / adyopanto  

আফ্রিকা মহাদেশের জনপদগুলো সাধারণত দরিদ্র, সংঘাতপূর্ণ এবং দুর্নীতিগ্রস্থ হিসেবেই বেশি পরিচিত। বিশ্বের অধিকাংশ অনুন্নত দেশের অবস্থানও আফ্রিকা মহাদেশেই। কিন্তু বিশাল এই মহাদেশে সব মিলিয়ে দেশ আছে ৫৪টি। এদের সবাইকে এক কাতারে ফেলা যাবে না।

অনেক বিচারেই আফ্রিকা মহাদেশের জনপদগুলোর মধ্যে রুয়ান্ডা দেশটিকে অনন্য বলতে হবে। বিশ্বের দেশগুলোর অবস্থান বোঝাতে সূচকের ব্যবহার বেশ প্রচলিত। এবং আন্তর্জাতিক বিভিন্ন সূচকে রুয়ান্ডার অবস্থান বেশ ইর্ষণীয়। প্রতি এক লাখ মানুষের বিপরীতে রুয়ান্ডায় হত্যাকান্ডের হার মাত্র দুই দশমিক পাচ। তুলনায় সুবিধার জন্য ভারতে এই হার তিন দশমিক দুই। আর যুক্তরাষ্ট্রে পাচ দশমিক চার। আর প্রতিবেশি দেশগুলোয় হত্যাকান্ডের হার বিবেচনা করলে রুয়ান্ডার অবস্থান অবিশ্বাস্য মনে হবে। উগান্ডা, তাঞ্জানিয়া, বুরুন্ডিেএবং ডেমোক্র্যাটিক রিপাবলিক অভ কঙ্গোয় এই হার যথাক্রমে এগারো দশমিক পাচ, সাত, ছয় এবং তের দশমিক ছয়।

আরেকটি সূচক অনুযায়ী রুয়ান্ডা বিশ্বের ৪৮তম দুর্নীতিগ্রস্থ দেশ। আপাতদৃষ্টিতে এটি অসাধারন মনে না হলেও, পুরো আফ্রিকা মহাদেশে কেবল বতসোয়ানাই এই তালিকায় রুয়ান্ডার ওপরে আছে। তবে রুয়ান্ডার তুলনায় বতসোয়ানা অনেক বেশি বিত্তশালী দেশ। তাছাড়া দেশটির অধিবাসীদের গড় আয়ু ৬৭ বছর, যা বিশ্বব্যপী গড় আয়ুর একটু কম হলেও আফ্রিকা মহাদেশে চতুর্থ সর্বোচ্চ। জেনে অবাক হবেন, মাত্র ২৫ বছর আগেও রুয়ান্ডার জনসাধারণের গড় আয়ু ছিলো মাত্র ২৮ বছর। কারন ২৫ বছর আগে রুয়ান্ডায় গত শতকের ভয়াবহতম গণহত্যার ঘটনা ঘটেছিলো। ওই সময় চলা এক গৃহযুদ্ধে মাত্র ১০০ দিনে রুয়ান্ডার অন্তত আট লাখ মানুষকে হত্যা করা হয়। ওই গণহত্যায় টুটসি গোত্রের শতকরা ৭৫ ভাগ মানুষ প্রাণ হারিয়েছিলেন।

তবে সেই ক্রান্তিলগ্ন পেরিয়ে অর্থনৈতিক ভাবে ঘুরে দাড়ানো শুরু করেছে রুয়ান্ডা। যার প্রতিফলন ঘটেছে বিভিন্ন সূচকের মানেও। বর্তমানে রুয়ান্ডা বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতির তালিকায় ১৫ নাম্বারে অবস্থান করছে। দেশটির সরকারও সুস্পষ্ট একটি লক্ষ্য নির্ধারণ করেছে। তারা আফ্রিকার সিঙ্গাপুর হয়ে উঠতে চায়।


▶ Follow Me on Facebook:
  / damahbub  
▶ Follow Me on Instagram:
  / da.mahbub  

💻 যুক্ত হোন:
ফেইসবুক:   / adyopanto  

💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com


▶ Stock footage provided by Videvo & stockfootage, downloaded from videvo.net

📌 For Copyright Related Issues, please contact us:
[email protected]

Комментарии

Информация по комментариям в разработке