সাঁইথিয়ার মা নন্দীকেশরীর মন্দির

Описание к видео সাঁইথিয়ার মা নন্দীকেশরীর মন্দির

চলুন আজ আমরা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সাঁইথিয়া শহরে অবস্থিত মা নন্দীকেশরীর মন্দির দর্শন করবো । এটি একান্ন সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ ।এখানে সতীমাযের কণ্ঠের হার বা অলঙ্কার পরেছিল । মন্দিরে প্রবেশের পূর্বে অনেক দোকান পসরা সাজিয়ে বসে আছে । ওইসব দোকান থেকে পূজার সামগ্রী, পূজার ডালা কিনতে পারা যায । মন্দিরে প্রবেশের পূর্বে জুতা রাখার জাযগায প্রতি জোরা জুতায দুই টাকা করে দিযে জুতা রেখে মন্দিরে প্রবেশ করলাম । এখানে একটি প্রাচীন গাছের নীচে অর্থাত্ গাছের গুড়ির কাছে একটি শিলামূর্তি মাতৃরূপে পূজা করা হয় ।মাযের নাম এখানে নন্দিনী এবং ভৈরবের নাম নন্দীকেশর । চারপাশে অনেক ছোটো ছোটো মন্দির আছে । ব্রাহ্মণরা ত্রিসন্ধ্যায যে গায়ত্রী মন্ত্র জপেশ্বর করেন তাও এখানে লিখিত আছে । নবদূর্গার ছবিও এখানে আছে । ভৈরব নন্দীকেশরের মন্দিরের বাইরের দেওয়ালে বিষ্ণুর দশাবতারের ছবি অঙ্কিত আছে এবং ভিতরের দেওয়ালে বিভিন্ন দেবদেবীর ছবি অঙ্কিত আছে । মাযের মন্দিরে যাবার পূর্বে দেখা যায় একশো আট ঘন্টা । এখানে কালীপূজা , দূর্গা পূজা খুব সমারোহের সঙ্গে পালিত হয । মাযের নিত্যসেবা হয । নিত্য অন্নভোগ হয় । আমিষ, নিরামিষ দুই রকমের ভোগ হয । ভক্তরা মায়ের অন্নপ্রসাদ পেতে ইচ্ছুক হলে সকাল দশটার আগে পূজারীকে বলতে হবে । কুপন বলে কিছু নেই এখানে । যার যেমন সামর্থ্য সে সেরকম দেবে । সরকারী অনুদান নেই । ভক্তদের অনুদান ও সেবাইতদের নিজস্ব খরচে চলে মন্দিরের খরচ । মন্দিরটি খুবই প্রাচীন । ভক্তরা নিজের মনোস্কামনা মাকে জানিযে একটি গাছে মানতঢিল বেঁধে দিয়ে যার । মাযের মন্দিরের চারপাশে আছে দশমহাবিদ্যার ছবি ----- কালী , তারা , ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী , ছিন্নমস্তা, ধূমাবতী, বগলামুখী, মাতঙ্গী, কমলা । এখানে আছে ওঙ্কারেশ্বরের মন্দির, মা সরস্বতীর মন্দির, মহালক্ষী গণেশ মন্দির, বিষ্ণুলক্ষী মন্দির, রাধা গোবিন্দ মন্দির, গণেশ মন্দির, শ্রী জলারাম বাবার মন্দির, বজরঙ্গবলীর মন্দির বা হনুমানজীর মন্দির, কৃষ্ণ মন্দির (দেখা যায় কালীয দমন ) । নাটমন্দিরে দেখা গেল তসলা অর্থাত্ এখানে বলি হয় । এই নাটমন্দিরে হোমও হয । ম নন্দীকেশরীর মন্দিরে প্রবেশের পূর্বে দেখা যার শ্রী শ্রী জগন্নাথদেবের একটি অপূর্ব সুন্দর মন্দির । এই মন্দিরে দর্শন করলাম প্রভু শ্রী শ্রী জগন্নাথ, বলরাম ও সুভদ্রাদেবীকে । এখানে আছেন সিদ্ধিদাতা গণেশ , গৌর নিতাই---এর মূর্তি । নাটমন্দিরের দেওযালে অঙ্কিত আছে-------- নীলাচলে মহাপ্রভু, অনন্ত শয্যায ভগবান বিষ্ণু । মা নন্দীকেশরী ও শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দির একেবারে পাশাপাশি অবস্থান করছে ।এখানে সর্বধর্ম সমন্বয়ের বাণীই সগর্বে ধ্বনিত হচ্ছে ।

Комментарии

Информация по комментариям в разработке