নানুরে দ্বিজ চন্ডীদাসের জন্মভিটা

Описание к видео নানুরে দ্বিজ চন্ডীদাসের জন্মভিটা

পশ্চিমবঙ্গের বীরভূম জেলার অন্তর্গত নানুর থানার নানুর গ্রামের বিশালাক্ষী মায়ের মন্দির এবং বৈষ্ণব পদকর্তা দ্বিজ চন্ডীদাসের পৈতৃক ভিটা দর্শন করব ।
দ্বিজ চন্ডীদাসের আরাধ্যা দেবী ছিলেন বাসুলী মা-----স্থানীয় ভাষায় বিশালাক্ষী মা । এখানে দেখা যাচ্ছে চৌদ্দটি শিবমন্দির এবং পনেরোটি শিবলিঙ্গ । প্রত্যেকটি শিবমন্দিরের গায়ে টেরাকোটার কাজ লক্ষ্য করা যাচ্ছে । মন্দিরগুলি খুবই প্রাচীন ।
বিশালাক্ষী মায়ের নিত্যপূজা ও নিত্য অন্নভোগ হয । এই স্থানে বিশালাক্ষী মাকে মাছের ভোগ দেওযা হয় । বিশালাক্ষী মায়ের পাশেই আছেন ভগবান নারায়ণ । নারায়ণনকে নিরামিষ অন্নভোগ দেওয়া হয় । অন্নভোগে দেওয়া হয় পাঁচ রকমের ভাজা তরকারি চাটনি ও পাযেস । ভক্তরা এখানে বিনামূল্যে প্রসাদ পায । একবার মাটি খুঁড়ে পাওয়া গিয়েছিল একটি শিবমূর্তি । তিনিও এখানে মা বিশালাক্ষীর সঙ্গে পূজিত হন । এছাড়া মায়ের কাছে আছেন পনেরোতম শিবলিঙ্গ । এই মন্দির চত্বরেই আছে আর একটি মন্দির ।এই মন্দিরে দুর্গাপূজা কালীপূজা সবই হয । সবগুলি মন্দিরই সরকার অধিগ্রহণ করেছেন । সবগুলি মন্দিরের রক্ষণাবেক্ষণ করেন সরকার । নিত্যপূজা বাত্সরিক পূজা চলে সেবাইতদের নিজস্ব খরচে ।
এই মন্দিরের অদূরেই আছে সেই পুকুর যে পুকুরে চন্ডীদাস মাছ ধরতেন এবং রজকিনী রামী কাপড় কাচতেন । রজকিনী রামী একটি কাঠের পাটার উপর কাপড় কাচতেন । সেই পাটাটিও রক্ষিত আছে পুকুরের পাশেই অবস্থিত মা রক্ষাকালীর মন্দিরে । পাটাটিকে প্রতিদিন ফুল দিয়ে পূজা করা হয় এবং ভক্তরা সেই পাটাটি দর্শন করতে পারেন ।
দ্বিজ চন্ডীদাসের জন্মভিটার এখন আর কোনো চিহ্ন পাওয়া যায় না ।প্রাকৃতিক দুর্যোগের কারণে কালক্রমে সেই ভিটা ধ্বংস হযে গেছে । এখন সেই জাযগায আছে মাটির একটা উঁচু ঢিপি ।

Комментарии

Информация по комментариям в разработке