Tribute to late Humayun Ahmed & late Subir Nandi - 'একটা ছিলো সোনার কন্যা'

Описание к видео Tribute to late Humayun Ahmed & late Subir Nandi - 'একটা ছিলো সোনার কন্যা'

#আমার_মনের_দেয়ালে_হুমায়ূন_আহমেদ

#সেদিন_শ্রাবণ_মেঘের_দিনে_এসেছিলো_মেঘবরণ_কেশে_ঢাকা_এক_সোনার_কন্যা

একজন হুমায়ূন আহমেদের গুণের কথার কোনোই যেন শেষ নেই। ছিলেন শ্রেষ্ঠ কথাসাহিত্যিক; একাধারে ঔপন্যাসিক, নাট্যকার, নাট্য পরিচালক, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার আরও না জানি কত কি!!!! সকল শাখায় তাঁর অবাধ সফল বিচরণ। ঠিক তেমনি ১৯৯৯ সালে নির্মাণ করেছিলেন একটি চলচ্চিত্র। নাম তাঁর "শ্রাবণ মেঘের দিন"। তারই লেখা "শ্রাবণ মেঘের দিন" উপন্যাস অবলম্বনে নুহাশ চলচ্চিত্রের ব্যানারে ছবিটি নির্মাণ করা হয়। এ ছবিতেই গীতিকার হিসেবে হুমায়ূন আহমেদের প্রথম আত্মপ্রকাশ ঘটে। এর মধ্যেই একটি গান "একটা ছিলো সোনার কন্যা" সেই সময়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলো। প্রথম লেখা এই গানেই সত্যি বলতে এই ছায়াছবির প্রধান অভিনেত্রীকেই অসাধারণভাবে ফুটিয়ে তোলার মুন্সিয়ানা দেখিয়েছিলেন তা এক কথায় ছিলো অসাধারণ। প্রয়াত কিংবদন্তি শিল্পী সুবীর নন্দীর কন্ঠে ধারণ করা এই গানটি এই চলচ্চিত্রটির অন্যতম একটি মাস্টারপিস আমার মতে। আমার মনের দেয়ালে একজন হুমায়ূন আহমেদকে যে বিনম্র শ্রদ্ধার আসনে বসিয়েছি সেই শ্রদ্ধাঞ্জলির স্বারক আমার এই ক্ষুদ্র প্রয়াস। প্রয়াত শ্রদ্ধেয় সুবীর নন্দী স্যারকেও আমার পরম শ্রদ্ধার মর্যাদায় ভূষিত করে আমার এই ছোট্ট একটি চেষ্টা।
---------------------------------------
"একটা ছিলো সোনার কন্যা"
কথা : প্রয়াত হুমায়ূন আহমেদ
সুর ও সঙ্গীত : মাকসুদ জামিল মিন্টু
কন্ঠ : প্রয়াত সুবীর নন্দী
চলচ্চিত্র : শ্রাবণ মেঘের দিন (১৯৯৯)

একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ
দুই চোখে তার আহারে কি মায়া
নদীর জলে পড়লো কন্যার ছায়া

তাহার কথা বলি
তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি

কন্যার চিরল বিরল চুল তাহার কেশে জবা ফুল
সেই ফুল পানিতে ফেইলা কন্যা করলো ভুল...
কন্যা ভুল করিস না ও কন্যা ভুল করিস না
আমি ভুল করা কন্যার লগে কথা বলব না

একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ
দুই চোখে তার আহারে কি মায়া
নদীর জলে পড়লো কন্যার ছায়া

হাত খালি গলা খালি কন্যার নাকে নাকফুল
সেই ফুল পানিতে ফেইলা কন্যা করল ভুল...
কন্যা ভুল করিস না ও কন্যা ভুল করিস না
আমি ভুল করা কন্যার লগে কথা বলব না

একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ
দুই চোখে তার আহারে কি মায়া
নদীর জলে পড়লো কন্যার ছায়া

কন্যা ভুল করিস না ও কন্যা ভুল করিস না
আমি ভুল করা কন্যার লগে কথা বলব ...।।

এখন নিজের কথা বলি
নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি...।।

সবুজ বরণ লাউ ডগায় দুধ সাদা ফুল ধরে
ভুল করা কন্যার লাগি মন আনচান করে...।।
আমার মন আনচান করে

আমার মন আনচান করে
আমার মন আনচান করে
আমার মন আনচান করে
আমার মন…….

Комментарии

Информация по комментариям в разработке