কচুর লতির কুঁচো চিংড়ি-সরষে দিয়ে চচ্চড়ি—আমাদের বাড়ির রান্নার পদ্ধতি | Bong Eats Bangla

Описание к видео কচুর লতির কুঁচো চিংড়ি-সরষে দিয়ে চচ্চড়ি—আমাদের বাড়ির রান্নার পদ্ধতি | Bong Eats Bangla

কচুর লতি আমাদের বাড়িতে অনেকভাবে রান্না হয়। আজকে যে পদ্ধতি দেখাচ্ছি সেটা আমাদের প্রিয়। সচরাচর কচুর লতির যে রান্না দেখা যায় তার চেয়ে একটু লম্বা, কিন্তু আমার মতে পোলাও কালিয়াকে টেক্কা দিতে পারে, এতো ভালো খেতে।

আরেকটা ব্যাপার—কচুর লতি জিনিসটা আদৌ কী, অর্থাৎ কচু গাছের কোন অংশ সেটা নিয়ে শহুরে মানুষের কারোর কারোর মনে ধোঁয়াশা আছে। কচুর লতি হলো একটি সরু লিকলিকে জিনিস যেটা কচু গাছের গোড়া থেকে গজায়। আর মাটিতে যেখানে গিয়ে ঠেকে সেখান থেকে শিকড় বেরিয়ে আরো গাছ হয়। মানে বংশবিস্তারের ব্যবস্থা আর কি।

🌾 আজকে কচুর লতি খাচ্ছি ঢেঁকি ছাঁটা দুধের সর চালের ভাত দিয়ে। সরষের ঝাঁঝটার সঙ্গে খুব ভালো যাবে এই চালের ভাত। অনলাইন কিনতে চাইলে: https://www.amar-khamar.com/products/...
__________________________
🌶️ ঠিক বং ইটসের মাপ দিয়েই বানানো গরম মসলা, ভাজা মসলা সহ বং ইটস-এর বেশ কিছু মসলা এখন কিনতে পারবে আমার খামারের ওয়েবসাইটে। আমরা বাড়িতে নিজেদের জন্যে বানালে যতটা যত্ন নিয়ে বানাতাম ঠিক তেমন করেই বানানো। ভালো মানের গোটা মসলা এনে প্রতি সপ্তাহে দু-সপ্তাহে গুঁড়ো করে নিচ্ছে ওঁরা। ফলে একদম টাটকা।

📲 অনলাইন কিনতে হলে: https://www.amar-khamar.com/collectio...

🚶🏾‍♀️কলকাতায় দোকানে এসে কেনা যাবে গড়িয়াহাটের "অন্নজ" থেকে। ঠিকানা: https://maps.app.goo.gl/8D97U18mM31jW...
__________________________
✍🏾 উপকরণ ও পরিমান: www.bongeats.com/recipe/kochur-loti
📌 Watch this video in English:    • Kochur Loti Shorshe Chingri Diye—a Be...  

Комментарии

Информация по комментариям в разработке