বঙ্কিমচন্দ্রের বন্দেমাতরম : উত্থান-পতনের আশ্চর্য ইতিহাস / History : Vande Mataram by Bankim Chandra

Описание к видео বঙ্কিমচন্দ্রের বন্দেমাতরম : উত্থান-পতনের আশ্চর্য ইতিহাস / History : Vande Mataram by Bankim Chandra

This Bengali video is about the history of Vande Mataram song or slogan ( বন্দেমাতরম গান বা স্লোগানের ইতিহাস ) written by Bankim Chandra Chattopadhyay ( বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ). Why Vande Mataram was not selected as India's National Anthem ( জাতীয় সংগীত ) is exposed here in details. So the topic : 'What's wrong with Vande Mataram' is another focus of this video.

১৯৪৮ সালের ২৫শে আগষ্ট। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দেমাতরম গানটি দেশের জাতীয় সংগীত হওয়ার ক্ষেত্রে সহস্র যোজন পিছিয়ে গেল। সে বছর ছিল বাস্তবিক অর্থেই বন্দেমাতরম গানটির ক্লাইম্যাক্স পিরিয়ড। অবশ্য সেই ক্লাইমেক্স পিরিওড শুরু হয়েছিল আট বছর আগে --- ১৯৩৭ সালে! কী ঘটেছিল সে বছরে?

১৯৩৭ সালে শুরু হয়েছিল বন্দেমাতরম গানটির গুরুত্বপূর্ণ অধ্যায়। কংগ্রেসের সভায় বন্দেমাতরম গানটি জাতীয় সংগীত হিসেবে গাওয়া হবে কিনা, তা নিয়ে বিতর্ক চরম আকার ধারণ করল। নেতাজি সুভাষচন্দ্র বসু প্রস্তাব দিলেন, সমস্যার সমাধানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উপদেশ গ্রহণ করা হোক। রবীন্দ্রনাথ ঠাকুর জানালেন, কংগ্রেস একটি সর্বভারতীয় সংগঠন। সেখানে মা দুর্গার আরাধনা সম্বলিত বন্দেমাতরম গানটি গাওয়ার পক্ষে অনুপযুক্ত। তবে গানটির দুই স্তবকে ভক্তি আর যে মনোভাব প্রকাশিত হয়েছে, ভারতমাতার সৌন্দর্যকে যেভাবে আবাহন করা হয়েছে, তা যেকোনো ভারতবাসীর মনকে স্পর্শ করবেই। সুতরাং যদি গাইতেই হয়, তাহলে সমগ্র গানটি থেকে প্রথম দুটি স্তবককে ছিন্ন করে তা সচ্ছন্দে গাওয়া যেতে পারে।

১৯৪৮ সালের ২৫শে আগস্ট তদানীন্তন প্রধানমন্ত্রী জহরলাল নেহেরু নেতাজি সুভাষচন্দ্র বসুর পথ অনুসরণ করে, কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলি হলে সমস্ত ধর্মীয় ছোঁয়াচ থেকে মুক্ত থেকে দেশের জাতীয় সংগীত হিসাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জনগণমন অধিনায়ক জয় হে' গানটিকে গ্রহণ করলেন। আর সাথে সাথেই বন্দেমাতরম গানটির ক্লাইম্যাক্স পিরিয়ডের পতন ঘটল।

এই ভিডিওতে বন্দেমাতরম গানটির ঐতিহাসিক গতিপথকে , তার উত্থান-পতনের ঘটনাসমূহকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।

Now please watch the video and comment in the box below.

For making this video, I am grateful to (তথ্যসূত্র) :-
১) বন্দেমাতরম : দ্বন্দ্বদীর্ণ এক রণধ্বনি by আশীষ লাহিড়ী।
২) বঙ্কিমচন্দ্র আনন্দমঠ ও বন্দেমাতরম by আনন্দ ভট্টাচার্য
৩) অখন্ড ভারতের হিন্দু-মুসলমান দাঙ্গা ট্রাজেডি by মনসুর আহমেদ
৪) একদিন দেশ মাতবে এই গানে by গৌতম চক্রবর্তী
৫) দেশ পত্রিকা (১৭ জুন, ২০১৯)
৬) আনন্দবাজার পত্রিকা
৭) দৈনিক সংগ্রাম পত্রিকা (৭ই ফেব্রুয়ারি, ২০১৫)
৮) উইকিপিডিয়া
৮) গুগল

বি:দ্র: ভিডিওতে ব্যবহৃত ছবির সাথে ভিডিওর ঘটনাবলীর কোন মিল নেই। কোন ধর্ম সম্প্রদায়কে এই ভিডিওতে আঘাত করা হয় নি। শুধুমাত্র ইতিহাসের তথ্য তুলে ধরা হয়েছে।

#বন্দেমাতরম #বন্দেমাতরমবঙ্কিমচন্দ্র #vandematramBankimchandra

Комментарии

Информация по комментариям в разработке