ড্রামের ফল গাছে বাম্পার ফলন/ছাদ ভরে আছে ফলে ফলে/rooftop fruit Garden overview/

Описание к видео ড্রামের ফল গাছে বাম্পার ফলন/ছাদ ভরে আছে ফলে ফলে/rooftop fruit Garden overview/

#fruit_garden_overview #Orange_plant_care

এখানে যে সমস্ত গাছগুলি কেনা হয়েছে যে নার্সারি থেকে সেই নার্সারি ফোন নম্বর দিলাম 9088177870 গ্রামের ফল গাছে বাম্পার ফলন ছাদ ভরে আছে ফলে ফলে এত পরিমাণ ফলন পাওয়া যায় সত্যি সত্যি জানা ছিল না। কত সহজেই প্রত্যেকটা মানুষ ছাদ বাগানে বিশেষ করে টবের গাছ ফলন নিয়ে চলে আসছে বাড়ির প্রত্যেকটা মানুষ সেই ফলন দেখে খুব খুশি।

এটা একটা শ্রেণীর মানুষের কাছে ভালো খবর যে। অতি সহজে আমরা ফলন হচ্ছে সেটা দেখতে পাচ্ছি সেগুলো দেখে আমরা আমাদের মতন করে নতুন করে চেষ্টা করছি। কিভাবে কত সহজে সুন্দরভাবে বাগান করা যায়।

এই ধরনের ফল দেখলে যারা নতুন বাগান করছে সত্যি তাদের মনে বাগান করার যে আরো ইচ্ছা সেটা খুব তাড়াতাড়ি জেগে উঠবে সফল কেন হচ্ছে না সেটা বিভিন্ন ভিডিও ফলো করলেই বুঝতে পারবেন।

কারণ প্রত্যেকটা মানুষ ছাদে অতি সহজেই ফলন দেখাচ্ছে আমাদেরকে। সেগুলো দেখে আমাদেরকে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে।

এছাড়া আমরা চেষ্টা করছি রোজ দুপুর একটায় নতুন কিছু জানার এবং সেগুলো জেনে আপনাদের কাছে তুলে ধরার ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই ফাঁকা জমি এখন আর আমাদের কাছে নেই তাই ছাদেই সবুজের সমান হোক গড়ে তুলতে হবে রোজ।

এই ধরনের ভিডিও রোজ দুপুর একটায় আপনাদের কাছে আসবে।

Комментарии

Информация по комментариям в разработке