রাশিয়া কেন পৃথিবীর ৪র্থ বৃহত্তম হ্রদটি শুকিয়ে ফেলেছিলো | Why Russia Destroyed the Aral Sea

Описание к видео রাশিয়া কেন পৃথিবীর ৪র্থ বৃহত্তম হ্রদটি শুকিয়ে ফেলেছিলো | Why Russia Destroyed the Aral Sea

রাশিয়া কেন পৃথিবীর ৪র্থ বৃহত্তম হ্রদ আরাল সাগর ধ্বংস করে দিয়েছিলো ?? আদ্যোপান্ত সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন 🔔 :    / adyopanto  

ইতিহাসের বেশিরভাগ সময় জুড়ে মধ্য এশিয়ার আরাল সাগর ছিলো বিশ্বের চতুর্থ বৃহত্তম লেইক বা হ্রদ। আয়তনে এর চেয়ে বড় অপর ৩টি লেইক ছিলো আফ্রিকার লেইক ভিক্টোরিয়া, উত্তর আমেরিকার লেইক সুপিরিয়র এবং ইউরো এশিয়ায় অবস্থিত কাস্পিয়ান সাগর। কিন্তু ১৯৬০ এর দশকে সোভিয়েত ইউনিয়নের নেয়া উচ্চাভিলাষী কিছু সিদ্ধান্তের পরিণাম হিসেবে আরাল সাগরের ধ্বংস অনিবার্য হয়ে উঠে। এবং এরপরের দশকগুলোতে আরাল সাগর ক্রমাগত কেবল সংকুচিতই হয়েছে। আজ আরাল সাগরকে মৃত বললে অত্যুক্তি হবে না। ১৯৬০ এর দশকের তুলনায় আরাল সাগরের আয়তন কমে বর্তমানে তা ১০ ভাগের নিচে নেমে এসেছে। আর এই সময়ের মধ্যে লেইকটি পানি হারিয়েছে ৯৫ ভাগেরও বেশি। তাই আরাল সাগর আজ মৃত।

এই আয়তনের একটি লেইক নিশ্চিহ্ন হয়ে যাওয়ায় প্রকৃতি এবং মানুষের জীবনে এর প্রভাব যে কতটা ভয়াবহ এবং অভাবনীয় হতে পারে তা বলার অপেক্ষা রাখে না। আরাল সাগরের মৃত্যু মধ্য এশিয়ায় ডেকে এনেছে বিপর্যয় এবং যুদ্ধ। আরাল সাগরের মৃত্যু সাম্প্রতিক ইতিহাসে পৃথিবীর মানচিত্র বদলে যাওয়ার দলিল এবং গত একশ বছরের মধ্যে সবচেয়ে বড় প্রাকৃতিক বিপর্যয়গুলোর একটি। আর সবচেয়ে ভীতিকর তথ্যটি হচ্ছে, আরাল সাগরের এই বিপর্যয়ের পেছনে পুরোপুরি দায়ী কিছু মানুষের অপরিনামদর্শী সিদ্ধান্ত।

▶ Follow Me on Facebook:
  / damahbub  
▶ Follow Me on Instagram:
  / da.mahbub  

💻 যুক্ত হোন:
ফেইসবুক:   / adyopanto  

💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com

📌 For Copyright Related Issues, please contact us:
[email protected]

Комментарии

Информация по комментариям в разработке