সাঁইথিয়ার বেহুড়া গ্রামের রাধাকৃষ্ণ মন্দির

Описание к видео সাঁইথিয়ার বেহুড়া গ্রামের রাধাকৃষ্ণ মন্দির

আজ আমরা দর্শন করবো পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সাঁইথিয়া শহরের কাছে বেহুড়া গ্রামের রাধাকৃষ্ণ মন্দির । মন্দিরের দোতলায আছে রাধাগোবিন্দ বিগ্রহ । সিংহাসনে আছেন গৌড় -নিতাই ও রাধাগোবিন্দ । বিগ্রহ দুইটি অতীব
সুন্দর । সিংহাসনটিও অপূর্ব । বিগ্রহের সামনেই আছে বিরাট বড় নাটমন্দির । এই মন্দির বেশীদিন তৈরী হয নাই । উদ্বোধন হয়েছে মাত্র পাঁচ ছয বছর আগে ।প্রতিদিন এখানে সকাল সাড়ে আটটার সময পূজা আরম্ভ হয় । এরপর যতবার ভক্ত আসে পূজা দিতে ততবারই পূজা হয় । প্রতিদিনই অন্নভোগ হয ।ভক্তরা ইচ্ছা করলে অন্নপ্রসাদ পেতে পারেন ।তবে একশো টাকা কুপন । প্রতিদিন সন্ধ্যাবেলায় এখানে ভাগবত পাঠ হয় । বিকাল চারটে থেকে হরিনাম হয় । জন্মাষ্টমী , রাধাষ্টমী, দোল , রথযাত্রা প্রভৃতি উত্সব এই মন্দিরে খুব ধুমধাম করে পালিত হয় । তবে রথযাত্রায এখান থেকে কোনো রথ বার করা হয না । মন্দিরের চূড়ায় আছে একটি রথ , সেটিতে কৃষ্ণ সারথি । দেখানো হযেছে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথের সারথি স্বয়ং শ্রীকৃষ্ণ । মন্দিরের চূড়ার এই রথটিকেই পূজা করা হয় । অন্য কোনো রথ এখান থেকে বার করা হয না । মন্দিরের প্রণামী বাক্সটিও অতীব সুন্দর । ভক্তদের চাঁদায গড়ে উঠেছে এই মন্দির । ভক্তদের অনুদানেই চলে এই মন্দিরের খরচ । গ্রামের ভক্তবৃন্দই এটি চালান । এই মন্দিরে আছে একটি বিরাট বড় ছাদবাগান । এই ছাদবাগানে আছে হরেক রকমের ফুল ও বহু তুলসী গাছ । ছাদবাগানে গাছে জল দেওযার সুবন্দোবস্ত আছে । ছাদটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ।

Комментарии

Информация по комментариям в разработке