Physio subrata

শরীর আমাদের কাছে সবচেয়ে অমূল্য সম্পদ। 🤗
এই শরীরই আমাদের হাসি, স্বপ্ন, আর প্রতিটি মুহূর্তের আনন্দের বাহন।

কিন্তু আজকের ব্যস্ত জীবনে আমরা দৌড়াচ্ছি শুধু ভৌতিক সুখের পেছনে —
অর্থ, নাম, যশ...
আর এই দৌড়ে ধীরে ধীরে ভুলে যাচ্ছি সেই শরীরকেই,
যে নীরবে আমাদের সব ভার বহন করে চলছে। 😔

একদিন হয়তো সবকিছুই থাকবে —
টাকা, সাফল্য, প্রিয় বস্তু —
কিন্তু থাকবে না সেই শক্ত দেহ,
যে তোমার সাথে প্রতিটি আনন্দ ভাগ করে নিত। 💔

তাই আজই একটু থেমে যাও...
নিজের শরীরের যত্ন নাও, তাকে ভালোবাসো।
কারণ সুস্থ দেহই জীবনের প্রকৃত সুখ, আর নিজের যত্নই সবচেয়ে বড় বিনিয়োগ। 🌸✨